ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তিযুদ্ধ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে- ঢাবি চলতি শিক্ষাবছরে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদ ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তিযুদ্ধ শুক্রবার শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে অর্ধশতাধিক কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলে।
‘গ’ ইউনিটের ১২৫০টি আসনের বিপরীতে এবার ২৯৩১১ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ভর্তির লড়াইয়ে নেমেছেন ২৪ জন শিক্ষার্থী।
মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ছিল নিষিদ্ধ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের লাগোয়া ৫৩টি কেন্দ্র ছাড়াও লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাইস্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা নেয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
এ সময় তিনি বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষায় সব ধরনের জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান
সব মিলিয়ে বিশ্ববিদ্যারয়ের পাঁচটি ইউনিটে ৭ হাজার ১২৩ আসনের বিপরীতে মোট ২ লাখ ৬৩ হাজার ৩৯ জন আবেদন করেছে এবার। এই হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী থাকছেন ৩৭ জন।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা হবে। ভর্তির আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।