আবারও বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করল মিয়ানমার
আবারও বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে মিয়ানমার। এজন্য বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে লিখিত প্রতিবাদ লিপি হস্তান্তর করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারের সেনাবাহিনীর হেলিকপ্টার এবং ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে গত ১০, ১২ এবং ১৪ তারিখে বাংলাদেশ প্রবেশ করে। ২৫ আগস্টের পর থেকে বার বার অাকাশ সীমা লঙ্ঘন করায় বাংলাদেশের পক্ষথেকে গভীর উদ্বেগ জানানো হয়। দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এই ধরনের কাজ মিয়ানমারের পক্ষ থেকে আর যেন না হয় সে বিষয়ে মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।বাংলাদেশের পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়, এ ধরনের উসকানিমূলক তৎপরতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।