নীলফামারীতে সৈয়দপুরে ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে প্রতিবাদ সভা
শাহ মো: জিয়াউর রহমান,নীলফামারী
নীলফামারীর সৈয়দপুর কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন কর্তৃক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর রাতে কামারপুকুর বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ, আওয়ামীলীগ নেতা ও অভিভাবক ডাঃ আব্দুল মান্নান, জামিরুল ইসলাম, আতাউর রহমান, আবেদ আলী চৌধুরী, ওয়াহেদুজ্জামান সরকার, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, দুলাল হোসেন, চন্দ্রন রায়। এর আগে দুপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উল্লেখ্য যে, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ওই বিদ্যালয়ের সাবেক ছাত্রী ও কামারপুকুর ডিগ্রী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী ও দলুয়া চৌধুরীপাড়া গ্রামের আবু ছালেকের কন্যা (ছদ্দ নাম রাফা) (১৬)কে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক তৈরী করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে ওই শিক্ষকের পরিবারের লোকজন ছাত্রীর পরিবারকে হুমকি প্রদান করেন। ঘটনাটি প্রকাশ হলে ১১ সেপ্টেম্বর এলাকাবাসী ও অভিভাবকরা স্কুল ঘেরাও করে। পরে প্রশাসনের উপস্থিতে পরিস্থিতি শান্ত হয়। গত ১২ সেপ্টেম্বর ওই ছাত্রীর পিতা আবু সালেক বাদী হয়ে ধর্ষক শিক্ষককে ১ নং আসামী ও হুমকি এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় তার স্ত্রী আসমা বেগমকে ২ নং আসামী করে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পরেরদিন ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। মামলা নং-১১, তারিখ ঃ ১২/০৯/২০১৭।
মামলার ৩দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনও ধর্ষক ওই শিক্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়নি। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে বিচারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে একটি প্রভাবশালী মহল ওই প্রধান শিক্ষককে বাঁচাতে এবং মামলাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে।