কাপাসিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিফলক উন্মোচন
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ১৬ সেপ্টেম্বর শনিবার টোক নয়ন বাজারে পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ও বাংলাদেশ পুলিশের (আইজপি) এ কে এম শহীদুল হক।
বিকাল ৫ টায় টোক শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনাারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্চের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম।
সিমিন হোসেন রিমি বলেন, আমরা চাই বন্ধু পুলিশিং, পুলিশ মানে নম্র, ভদ্র,বাধ্য, অনুগত বিশ্বস্ত বিচক্ষণ, বুদ্ধিমান সাহসী, নির্ভীক দক্ষ।
পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এসব সমস্যার সমাধান করতে চাই।
অনুষ্ঠানে আইজিপি আরও বলেন, আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা চাচ্ছি নতুন ধরনের পুলিশিং। যেটাকে আমরা বলি ‘গণমানুষের সেবা ধর্মী পুলিশিং’। সাধারণ মানুষকে পুলিশের সঙ্গে সংযুক্ত করতে আমরা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা প্রবর্তন করেছি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিশদের প্যানেল চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, অদক্ষ্য মিজানুর রহমান চৌধরী, অধক্ষ্য তাজ উদ্দিন আহমদ, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা শেখ জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি দোলোয়ার হোসেন প্রমুখ।