বাহুবলে ইটভাটা মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভুলকোট গ্রামের ইটভাটা মালিক কামাল মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় অাহত হয়েছেন নারীসহ পরিবারের ৪ সদস্য। অাহতদের মধ্যে ২জনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (১৭সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভুলকোট গ্রামের সানমুন ব্রিকসের মালিক কামাল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রশস্ত্রর মুখে জিম্মি করে মারধোর করে নগদ টাকা স্বর্নালংকার সহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। জানা যায়, বোরবার ভোররাত সাড়ে ৩টার দিকে ৮ জনের একটি দুর্ধর্ষ ডাকাত দল কামাল মিয়ার বাড়ির গ্রীলের থালা কেটে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলে। পরিবারের সদস্যরা ডাকাতদলদের বাধা দিলে কামাল মিয়া (৩৫) তার পিতা অাব্দুল জলিল (৫৫) কে বেধরক মারপিট করে। তাদের বাচাঁতে সু-চিৎকার দিলে কামাল মিয়ার স্ত্রী ও মা’কে হামলা করে অাহত করে ডাকাতদল। পরে তারা ঘরে থাকা নগদ টাকা স্বর্নালংকার মোবাইল ফোন প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। কামাল মিয়ার চাচাত ভাই প্রতিভা পোল্ট্রি ফিডের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল অাহমদ অাখঞ্জী সোহেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, একটি মাইক্রোবাসে করে ড্রাইভারসহ ৮জনের একটি ডাকাতদল ঘরের গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধোর করে গত দুই দিনের ইট বিক্রির টাকা স্বর্নালংকার সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি অারও বলেন অাহত অবস্থায় কামাল মিয়া ও তার পিতা অাব্দুল জলিলকে বাহুবল হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাজহারুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।