আশুলিয়ায় নির্মানাধীন ভবনের ইট পরে স্কুল ছাত্রী আহত
আব্দুস সাত্তার, সাভার: আশুলিয়ার জামগড়া এলাকায় ভবনের ছাদ থেকে খসে যাওয়া ইট পরে বৃষ্টি আক্তার(৬) নামের এক শিশু গুরুত্বর আহত। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া স্কুল রোড এলাকার স্থানীয় রোমান ভূইয়ার নির্মানাধীন ৮তলা ভবনের নিচে এ ঘটনা ঘটে।
বৃষ্টি আক্তার জ্ঞান দীপ আদর্শ স্কুলের প্লে শেনীতে পড়াশুনা করে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠিতা কামরুল হাসান জানান, বিকেলে বৃষ্টি স্কুল মাঠে খেলতে আসছিল। এসময় রোমান ভূইয়ার ৮তলা ভবনের ছাদ থেকে একটি ইট খসে গিয়ে বৃষ্টির মাথায় পরে। এতে বৃষ্টি গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটে পরে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিক পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এখানে ভবনের কোন নিরাপত্তা বেস্টনি না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। বার বার ভবন মালিককে জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে ভবন মালিক রোমন ভুঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।