নিজাম উদ্দিন হাজারীর এমপি’র উদ্যোগে ফেনী ব্যবসায়ী সমিতি রোহিঙ্গাদের পাশে, ৬৫ লাখ টাকার ত্রাণ নিয়ে উখিয়ায় ।
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে কক্সবাজারের উখিয়ায় ৬৫ লাখ টাকার ত্রাণ নিয়ে রওয়ানা হয়েছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ। ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ২০ ট্রাক ভর্তি শুকনো খাবার, শিশু খাদ্য, জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওয়ানা হয়েছে।
গাড়ি বহরে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মাদরাসার ৭০ জন স্বেচ্ছাসেবক রয়েছে। এ উপলক্ষ্যে শহীদ মিনারে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, শুধু এবারের সহযোগিতাই শেষ নয়, আমরা সামনে আরও বড় আকারে ফেনী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফেনীর সকল শ্রেনী-পেশার মানুষ ও বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষক, ছাত্রদের সমন্বয়ে অসহায় রোহিঙ্গা শরনার্থীদের জন্য সহয়তা প্রদান করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারী মুফতি রহিম উল্লাহ কাসেমী, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী সহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
শেষে মুসলিম রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তার জন্য মোনাজাত করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।