১০ জনের বাংলাদেশও এমন অসাধারণ
দুই দলের র্যাঙ্কিংয়ের তফাত আকাশ-পাতাল। বাংলাদেশের যেখানে ১০৬, সেখানে অস্ট্রেলিয়ার অবস্থান মাত্র ছয়ে। কিন্তু র্যাঙ্কিংকে ডাল-ভাত বানিয়ে রোববার অজি মেয়েদের কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দশ জনের দল নিয়েও এক পর্যায়ে এগিয়ে ছিল। যদিও শেষ পর্যন্ত জয়ে মাঠ ছাড়া হয়নি কৃষ্ণাদের।
শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৩-২ গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে গোলাম রব্বানী ছোটনের ছাত্রীদের।
আগের ম্যাচে শক্তিশালী জাপানের কাছে লড়াই করে ৩-০ গোলে হারার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিলেন কৃষ্ণারা। খেলাতেও থাকল তার প্রতিফলন। যদিও শুরু থেকে বাংলাদেশের রক্ষণে ছিল অস্ট্রেলিয়ার মেয়েদের দাপুটে প্রদর্শনী।
ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় অজি ফরোয়ার্ড জুলিয়া ভিগনেসের একটি একক প্রচেষ্টা গোলরক্ষক মাহমুদা নস্যাৎ করে দিলেও লাভ হয়নি। তিন মিনিট পরেই মিডফিল্ডার লোরা হিউজের গোলে এগিয়ে যায় অজিরা।
পরে ৩৩ মিনিটে বড় ধাক্কা খায় লাল-সবুজরা। অজি খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকল করার অপরাধে বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
দমে না গিয়ে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। ৪৪ মিনিটে স্পট কিক থেকে বাংলাদেশকে সমতায় ফেরান ডিফেন্ডার শামসুন্নাহার।
ম্যাচের ৫১ মিনিটে একক প্রচেষ্টায় দলকে লিড এনে দেন লাল-সবুজ মিডফিল্ডার মনিকা চাকমা।
সমতায় ফিরতে বেশি সময় নেয়নি অস্ট্রেলিয়াও। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কায়রা কুনির গোলে ম্যাচে ফেরে তারা। আর খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে মিডফিল্ডার সোফিয়া সাকালিস অজিদের জয়সূচক গোলটি করলে পরাজয়ের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের।