শুরু হয়েছে প্রতিমার গায়ে কাঁদা মাটির আঁচড়ের কাজ
শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি,
আগামী সপ্তাহে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এই দূর্গাপূজাকে কেন্দ্র করে পূজা মন্ডব ও প্রতিমা তৈরি করা মালিদের মাঝে ব্যস্ত সময় পার করছে।
দুর্গোৎসব উদযাপনে বন্যা কবলিত লালমনিরহাট জেলার ৫ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে দেখা দিয়েছে কর্ম ব্যস্ততা।এর মধ্যেই হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রতিমা তৈরিতে ব্যাস্থ হয়ে পড়েছেন মালিরা।শত দুভোর্গের মাঝেও জেলায় ৪ শত ২৯ টি মণ্ডপে চলছে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি। গত বছরের চেয়ে ১২ টি বেশি মণ্ডপে এবার পুজা উদযাপন হবে। এখন পূজা মণ্ডপ গুলোতে শুরু হয়েছে প্রতিমার গায়ে কাঁদা মাটির আঁচড়ের কাজ। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ দিনব্যাপী মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। নানা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পূজা আয়োজকরা। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। সময় কম থাকায় রাতদিন প্রতিমা শিল্পীরা প্রতিমার সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।
জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য কাদমা গ্রামের প্রতিমা তৈরি কারিগর বাচ্চু পাল জানান, দুর্গোৎসবের ৪ মাস আগ থেকে ৩৭ টি প্রতিমা তৈরির কাজ করছেন। কিন্তু বৃষ্টির কারণে তার কাজে কিছুটা সমস্যা হচ্ছে। ফলে প্রতিমা তৈরির ব্যয় বেড়ে যাচ্ছে।
এছাড়া তিনি আরো বলেন,সংগ্রামের আগ থেকেই এই প্রতিমা বানার কাজ করে যাচ্ছি। তাই প্রতিমার কাজে ব্যয় একটু হলেও এ কাজ ছাড়তে পারি না। তারপরও বাড়তি শ্রমিক নিয়ে সময় মত প্রতিমা তৈরী কাজ শেষ করবো।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মন জানান, লালমনিরহাট জেলার সদর উপজেলায় ১ শত ৪৪ টি, আদিতমারী উপজেলায় ১ শত ৬ টি, কালীগঞ্জ উপজেলায় ৮২ টি, হাতীবান্ধা উপজেলায় ৭১ টি ও পাটগ্রাম উপজেলায় ২৬ টিসহ জেলায় মোট ৪ শত ২৯ টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি চলছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, জেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পাশাপাশি সব পূজা মন্ডবে নিরাপত্তার ব্যাবস্থা জোরদার করা হবে।
'ফিচার নিউজ চাই'
শুভেচ্ছান্তে-