ডাবল সেঞ্চুরিতে বিজয়ের মৌসুম শুরু
ঘরোয়া ক্রিকেটে বরাবরই ধারাবাহিক এনামুল হক বিজয়। এবার নিজেকে নিয়ে গেলেন অন্য এক উচ্চতায়। প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন নতুন মৌসুমের প্রথম ইনিংসেই। জাতীয় লিগের প্রথম রাউন্ডে রংপুরের বিপক্ষে ৩৩০ বলে ১৭ চার ও ২ ছক্কায় দ্বিশতক স্পর্শ করেছেন খুলনার ওপেনার। তার আগের সেরা ইনিংসটি ছিল ১৯৩ রানের।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের করা ৪৭১ রানের জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি পূর্ণ করেন বিজয়। ১০৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা ডানহাতি ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি হয়ে যেতে পারত সেদিনই। কিন্তু আলো স্বল্পতায় দিনের মাত্র ৩৯ ওভার খেলা হলে অপেক্ষা বাড়ে। ১৭৩ রানে অপরাজিত থেকে শেষ দিনের সকালে অপেক্ষায় অবসান ঘটিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই উদ্বোধনী ব্যাটসম্যান।
সোমবার সকালে মাইলফলক ছুঁতে খুব বেশি সময় নেননি বিজয়। ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু। ডাবলের দিকে হেঁটে মাইলফলক থেকে যখন ১ রান দূরে, সোহরাওয়ার্দী শুভর করা বল বাউন্ডারি ছাড়া করে প্রথম দ্বিশতকের উল্লাসে মাতেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।
বিজয়ের ডাবল সেঞ্চুরির পর দলীয় চারশ পেরিয়েছে খুলনা, হারাতে হয়েছে চার উইকেট। ২০৩ রানে অপরাজিত থাকা বিজয়ের ব্যাটে রংপুরের বড় সংগ্রহ টপকে লিডের সম্ভাবনাও জাগিয়েছে দলটি। তবে ড্রয়ের পথে রয়েছে ম্যাচ।
এর আগে ৬২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বিজয়। ৪০.৯১ গড়ে করেছেন ৪,১৭৩ রান। যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ২২টি ফিফটি।