তরুণদের মনোযোগ আকর্ষণে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে চায় আ'লীগ
শোকের মাসের কারণে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন প্রক্রিয়া বন্ধ থাকলেও আবারো এর কার্যক্রম শুরু করছে দলটি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে কাছে টানতে দেশের বিভিন্ন স্থানে বর্ধিত সভা ও জনসভা করে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে। এছাড়া তরুণ ভোটারদের মনযোগ আকর্ষণে তথ্য প্রযুক্তির কৌশলকেও কাজে লাগাতে চায় দলটি। তবে জাতীয় নির্বাচন করতে হলে বর্তমান সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচন করার মানসিক প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। সংবিধানের বাইরে যেয়ে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়েই তা মোকাবেলা করা হবে বলেও জানান তারা।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সদস্য সংগ্রহ অভিযান ও নবায়নের মধ্য দিয়েই আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ানো হবে বলে জানান দলের নেতারা। এ উপলক্ষে সারাদেশে গণসংযোগের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে পারলেই আওয়ামী লীগ সরকার আবারো বিজয়ী হবে বলে মনেও করেন তারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেন, ‘বর্তমান সরকারের গত নয় বছরের উন্নয়ের ধারাবাহিক সফলতা বজায় রেখেছে। তা জনগনকে আরো বেশি জানাতে হবে।’ আগামী নির্বাচনের প্রচারণায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ভোটারদের কাছে টানার কথাও ভাবছে দলটি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচলে প্রচারনায় তথ্য প্রযুক্তির এক বিরাট প্রভাব থাকবে। সেক্ষেত্রে আমাদের কর্মীরা যেন তথ্যপ্রযুক্তি ব্যবহারে খাপ-খেয়ে নিতে পারে, এবং জনগনকে যেন সেভাবে সম্পৃক্ত করতে পারে, সেজন্য আমাদের কর্মশালা হবে।’
বর্তমান সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচন করার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। তবে বর্তমান সরকারকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে সরকার গঠন করে নির্বাচন করার স্বপ্ন বিএনপির কখনোই পূরণ হবে না বলেও মনে করেন তারা। হানিফ বলেন, ‘আমাদের বিশ্বাস বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সংবিধানের নিয়মানুযায়ী মেনে নিয়েই নির্বাচনে আসবে।’
খালিদ বলেন, ‘নির্বাচন করার জন্য একটা গণতান্ত্রিক সরকারকে হটাতে হবে এটাই তো অগণতান্ত্রিক কথা। এই অগণতান্ত্রিক কাজ এরশাদ, খালেদা অনেক করেছে। এটার আর সুযোগ নেই।’ আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহন করুক এমনটাই চায় আওয়ামী লীগ। তবে সংবিধানের বাইরে যেয়ে বিএনপি কোনো অশান্ত পরিবেশ সৃষ্টি করলে তার ফল ভালো হবে না বলেও হুঁশিয়ার দেন নেতারা।