গাংনী থানা পুলিশের অভিযান আড়াই মাস পর অপহৃতকে উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি: অপহরণের আড়াই মাস পর শোভা (১৫) নামের এক অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় গাংনী থানা পুলিশের সেকেন্ড অফিসার মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স তাকে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে। শোভাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। শোভা গাংনী থানা পাড়ার আনারুল ইসলামের মেয়ে।
শোভার মা খাদিজা খাতুন জানান, আড়াই মাস আগে মেয়ে শোভাকে প্রতিবেশী জিনারুল জোর পূর্বক অপহরণ করে। এ ব্যাপারে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বিজ্ঞ আদালত গাংনী থানাকে গ্রহণ করে অপহৃতকে উদ্ধারের আদেশ প্রদান করে। গাংনী থানা ৩১ জুলাই ২০১৭ ইং তারিখে আদালতের আদেশ প্রাপ্ত হয়ে মামলাটি গ্রহণ করেন। যার নং- ৩৭।
বিভিন্ন সময়ে আত্মীয় স্বজনদের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে, অপহরক জিনারুল শোভাকে অপহরণ করে কৌশলে ঢাকাতে নিয়ে গিয়ে বিয়ে করে এবং সেখানে তাকে আটকে রাখে। এদিকে মামলার খবর পেয়ে জিনারুল শোভাকে মেহেরপুরের একটি যাত্রীবাহী কোচে পাঠিয়ে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শোভাকে উদ্ধার করে থানায় নেন।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আদালতের আদেশ পেয়ে শোভা অপহরণের মামলাটি নেয়া হয়েছে এবং অপহৃতকে উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়েছে।