সুষ্ঠু জাতীয় নির্বাচন করাই নতুন কমিশনের প্রধান চ্যালেঞ্জ
সকলের অংশগ্রহণে সুষ্ঠু জাতীয় নির্বাচন করাই নতুন নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সাবেক সিইসি ও বিশিষ্টজনেরা।
এজন্য কমিশনকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তারা।
জনগণের আস্থা অর্জন করে কমিশনকে শক্তিশালী করাই হবে কমিশনের প্রধান কাজ বলে মনে করেন তারা।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে।
জাতীয় প্রেসক্লাবে সকালে "নতুন নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ" শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা বলেন, নতুন কমিশনের প্রধান কাজ হবে জনগণের আস্থা অর্জন করা।
এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরামর্শও দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হলে বিসিএস ইলেকশন ক্যাডার গঠন করতে হবে।