শার্শায় মাইক্রোবাস সহ ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।।শার্শায় নোহা মাইক্রোবাস সহ ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর সদস্যরা।
বুধবার সন্ধ্যায় শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এ মাদকদ্রব উদ্ধার করা হয়।
র্যাব-৬, যশোরের সিনিয়র এএসপি খোদাদাদ হোসেন বলেন, “ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার বাগডাঙ্গা গ্রামের জয়নাল এর বাড়ির সামনের সাদা রংয়ের নোহা মাইক্রোবাসে ভারতীয় ফেন্সডিল তোলা হচ্ছে।এই সময় র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হইলে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক জয়নাল(২৮) ও মাইক্রোবাস চালক মোঃ ফয়সাল (৩২) সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী মাইক্রোবাস হইতে নামিয়া দ্রুত পালিয়ে যায়।
এই সময় ঢাকা মেট্রো (চ-১১-৫৪৯০) সাদা নোহা মাইক্রোবাসটি তল্লাশী করলে মাইক্রোবাসের বডির ভিতরের বিভিন্ন অংশ খুলে ভিতরের বডির বিভিন্ন অংশে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০০ বোতল ও গাড়ীর সিটের পিছনে বস্তাভর্তি ৪০০ বোতল মোট ৮০০ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, সাতক্ষীরা জেলার শারমিন আক্তার (৩৫) নামে এই মহিলা নোহা মাইক্রোবাসটির মালিক।
মাইক্রোবাসের মালিক সহ উক্ত পলাতক আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।