বাকেরগঞ্জে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
উত্তম কুমার, বাকেরগঞ্জ:
আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলায় পুরোদমে চলছে প্রতিমা তৈরি ও মন্ডপ সুসজ্জিত করার কাজ। শেষ মূহুর্তে দম ফেলার সময় নেই আয়োজক ও উপজলোর প্রতিমা তৈরি শিল্পীদের। শারদীয় দুর্গাপূজার সমদয় অনুষ্ঠান নির্বিঘেœ সম্পন্ন করতে আইন-শৃংখলা বাহিনীও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জানা গেছে, প্রতিবারের ন্যায় এবছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাকেরগঞ্জের দাস পাড়া "দেবালয়" পূজা মন্দিরে পালিত হবে শারদীয় দুর্গাপূজা। বাকেরগঞ্জ বন্দর কেন্দ্রীয় পূজা মন্ডপসহ উপজলোর ১৪টি ইউনিয়নে এবার মোট ৭২টি মন্ডপে আগামী ২৫ সেপ্টেম্বর দূর্গাদেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাৎসব। এবারের দূর্গাৎসবে উল্লেখ যোগ্য পূজা মন্ডপের দায়িত্ব পালন করবেন দাস পাড়া "দেবালয়" পূজা মন্ডপের সাধারণ সম্পাদক পংকজ কুমার দাস, সাহাপাড়া পূজা মন্ডপের সভাপতি শ্রী সঞ্জিব দাস ও সাধারণ সম্পাদক শ্রী বিক্রম চন্দ্র শীল, বড়বাড়ি পূজা মন্ডপের সভাপতি শ্রী তপন দেবনাথ ও সাধারণ সম্পাদক কিশোর দেবনাথ, নাথপাড়া পূজা মন্ডপের সভাপতি অশোক কুমার নাথ ও সাধারণ সম্পাদক পংকজ কুমার নাথ। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যেই প্রায় প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ মূহুর্তে। এখন শুধু প্রতিমাকে রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার অপেক্ষা। প্রতিমা তৈরির শিল্পীরা সর্বমেধা দিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। সবমিলে প্রতিমা তৈরি শিল্পীদের দম ফেলার সময় নেই। শরৎকালের এই পূজাকে হিন্দু মতে অকাল বোধনও বলা হয়। এই অকাল বোধনে শারদীয় দুর্গাপূজা কে ঘিরে নানা আয়োজনে ব্যস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ। নারী-পুরুষ, যুবক-যুবতী এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও দেবীর আর্শিবাদ পাওয়ার আশায় দেবীর আগমনের প্রতিক্ষার প্রহর গুনছে। উপজেলার দাস পাড়ার দেবালয় পূজা মন্ডপ উদযাপন কমিটি সাধারণ সম্পাদক পংকজ কুমার দাস জানান, ধর্ম যার যার উৎসব সবার। চলতি মাসের ২৬ সেপ্টেম্বর ষষ্ঠি পূজার মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাৎসব। প্রতি বারের ন্যায় এবারও দাস পাড়া "দেবালয়" পূজা মন্দিরে শারদীয় দুর্গাৎসবটি জাকজমক ভাবে উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, উপজেলার সবকয়টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার সমদয় অনুষ্ঠান নির্বিঘেœ সম্পর্ন্ন করতে প্রতিটি মন্ডপে সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে পুলিশের পক্ষ থেকে শক্ত নজরদারীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি আইন-শৃংখলা রক্ষায় অন্যান্য বাহিনী পূজা মন্ডপে মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে আনন্দ উৎসবকে বাধাগ্রস্থ করতে পাড়ে এমন কোন গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। মন্ডপের আশপাশে কেউ যেন মাদক সেবন করতে না পারে সে দিকে লক্ষ্য রাখার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের নির্দেশনা দেওয়া হয়েছে।