নগরীতে ইসলামী ফ্রন্টের হিজরী নববর্ষের বর্ণাঢ্য রেলি
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) ইসলামের ইতিহাসে অতীব গৌরবময় ও মহিমান্বিত
১(পহেলা) মহরম শরীফ তথা হিজরী নববর্ষ। আর এই মহান দিনটিকে সরকারী প্রথম
দিন ছুটি ঘোষনা এবং হিজরী আরবী নববর্ষ কে রাষ্ঠ্রীয়ভাবে সাড়ম্ব^রে পালনের
দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা। এছাড়া নববর্ষের নামে
অপসংস্কৃতি এবং দেশীয় জাতিসত্তা-বাঙালীর মুসলিম রীতিনীতি ও লোকজ গ্রামীন
সংস্কৃতিকে বাচাঁতে দৃঢ় আহবান করেন।নগরীর জামালখান চেরাগী মোড় হতে
২১সেপ্টেম্বর বৃহম্পতিবার বিকেলে চট্রগ্রাম নগর দক্ষিণ শাখা বাংলাদেশ
ইসলামী ফ্রন্টের হিজরী নববর্ষের(১৪৩৯)’র বর্ণাঢ্য র্যালীর সূচনা হয়ে
লালদিঘী মাঠে গিয়ে শেষ হয়।