রাজশাহীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইয়াবাসেবীর সংখ্যা।
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইয়াবাসেবীর সংখ্যা। যাদের অধিকাংশই তরুণ-তরুণী। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ইয়াবা সেবন প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। যাদের তরুণদের পাশাপাশি পিছিয়ে নেয় তরুণীরাও। প্রতিদিন বাড়ছে তরুণী ইয়াবাসেবীর সংখ্যা। যাদের ৯০ ভাগের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। শিক্ষা নগরী রাজশাহী শহরের প্রতিটি ওয়ার্ডে রয়েছে ইয়াবা ক্রয়-বিক্রয়ের একাধিক পয়েন্ট। পিছিয়ে নেয় গ্রামাঞ্চল। জেলার প্রতিটি উপজেলার গ্রামেও এখন ইয়াবার ছড়াছড়ি। টাকা হলে হাত বাড়ালেই পাওয়া যায়। এমন কোনো নগরের মহল্লা বা গ্রাম নাই যেখানে ইয়াবা বিক্রেতা আর ইয়াবাসেবী পাওয়া যাবে না। ইয়াবার করাল গ্রাসে ইয়াবাসেবীদের দিনের পর দিন পরিবারের মায়ার বন্ধন ও সমাজ থেকে আলাদা করে দিচ্ছে। একটি নির্দিষ্ট সময় ইয়াবা সেবনের পর তারা মারাত্মক রোগ ব্যাধিতে ভুগছেন। একজন ইয়াবাসেবী প্রতিদিন কমপক্ষে দুইবার ইয়াবা সেবন করে। বাবা, বিচি বা ট্যাবলেট নামে মাদকাসোক্তদের কাছে পরিচিত আর-৭ ও চাম্পা নামের দুই কোয়ালিটির ইয়াবা রাজশাহীতে পাওয়া যায়। এর মধ্যে চাম্পার দাম বেশী। আর-৭ প্রতিটি ইয়াবা ট্যাবলেটের দাম ৮০ থেকে ১০০ টাকা। আর চাম্পার দাম ১০০ থেকে ১২০ টাকা।