ছাতকের শাহরুশাহ সংস্থার উদ্যোগে শতাধিক শিশুকে ফ্রি খতনা
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে শতাধিক অসহায়, গরিব ও এতিম শতাধিক শিশুর ফ্রি খতনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২সেপ্টেম্বর) দিনব্যাপী ভাতগাঁও ইউনিয়নের বরাটুকাস্থ আলীগঞ্জ বাজারের হাজি ফজল মিয়া মার্কেটে এ খতনা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শাহরুশাহ সমাজকল্যাণ সংস্থা (রেজিঃ নং সনুনাম-৪৫৪/২০০০ইং) এর উদ্যোগে সিলেটের অভিজ্ঞ ডাক্তার দিয়ে পরিচালিত খতনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি সংস্থার সভাপতি ও সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলন। পরে এ উপলক্ষে পীর মোহাম্মদ আলী মিলনের সভাপতিত্বে ও সংস্থার সেক্রেটারী বদরুল আলম লিটনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজি মখলিছুর রহমান, নেসকার আলী পীর, আছকির মিয়া, কবির আহমদ, এনামুল ইসলাম আফসর, সিরাজুল ইসলাম মেম্বার, ডাঃ শাহ সাজুর আলী মেম্বার, সৈয়দুর রহমান, হাফিজুর রহমান, নুরুল গনি, ইউসুফ আলী, মাহমুদুল হাসান পীর, জুনেদ আলী পীর, বাবুল আহমদ, ফটিক আহমদ, সেলিম আহমদ, সংস্থার সহ-সাধারন সম্পাদক রোশম আহমদ, সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, প্রচার সম্পাদক সুজাত আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রোপন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আনিস আহমদ, ক্রিড়া সম্পাদক আওলাদ আহমদ, কার্যকরি সদস্য শওকত আহমদ, সুমন মিয়া, মাহমদ আলী, রেজা মিয়া, লুৎফুর রহমান, জুবেদ আলী, হাবিব মিয়া, তুহিনুর রহমান, আবু সুফিয়ান, আবিদ আলী, তোহা আহমদ, কাউসার আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্র্গ উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি পীর মোহাম্মদ আলী মিলন জানান, সামাজিক উন্নয়নে শাহরুশাহ সমাজকল্যাণ সংস্থা এ ধরনের কাজ অব্যাহত রাখবে।