তেঁতুলিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
এসকে দোয়েল, পঞ্চগড়ঃ বেশ জমজমাটপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দেশের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনু্ষ্িঠত হয় । খেলাটি দেখতে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল হতে ছুটে আসে হাজার হাজার দর্শক। নারী দর্শকও ছিল লক্ষ্য করার মতো। খেলায় অংশ নেয় তেঁতুলিয়া একাদশ (এ) ও একাদশ (বি) দুটি শক্তিশালী দল। দু'দলেই আনা হয় রংপুর ও ঢাকা থেকে পেশাদার ফুটবলার। খেলার পাঁচ মিনিটের মাথায় কপাল পুড়ে একাদশ-বি এর। পুরো সময় ভালো খেললেও গোল শোধ করতে না পেরে ১-০ গোলে পরাজয় ঘটে একাদশ বি গ্রুপের। দর্শকের চোখে ছন্দময় খেলার টনক টানে একাদশ বি গ্রুপ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হয় এ টিমের মুক্তা। বি টিমের সেরা গোল কিপার হিসেবে নির্বাচিত হয় ইমন। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও পনের হাজার টাকা এবং রানার আপ দলকে ট্রফি এবং দশ হাজার টাকার ব্যাংক চেক তুলে দেয়া হয়। ফাইনাল খেলার অনুষ্ঠানে তেঁতুলিয়া ফুটবল টুর্নামেন্ট এর সভাপতি নির্বাহী অফিসার সানিউল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদ, এডিএম অতীন কুমার কুন্ডু, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, কাজী হবিবর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, মডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, শাহাদৎ হোসেন রঞ্জু, ক্রীড়াবিদ আবুল হোসেন, এবং এ টুর্নামেন্টের সমন্বয়কারী কাজী মতিউর রহমানসহ অত্র উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি খেলার আয়োজকদের সাধুবাদ জানান এবং আগামীতে এরকম খেলার আয়োজন করার জন্য আহবান জানান। এর সাথে তিনি জেলায় গোল্ডকাপ আয়োজন করার সুসংবাদটিও দেন। বিশেষ বক্তারা বলেন, এ খেলা দর্শক নন্দিত হয়েছে। এরকম উৎসবপূর্ণ খেলা গ্রাম অঞ্চলে তেমন একটা দেখা যায় না। এ মাঠেই গত ১১ সেপ্টেম্বরে সেমিফাইনাল খেলায় নাইজেরিয়ার দুই খেলোয়ার এই ঐতিহ্যবাহী মাঠে খেলায় সর্বমহলের কাছে তেঁতুলিয়ার ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি ব্যাপক প্রশংসিত অর্জন করলেন।