গাংনীর সাহারবাটি ক্রীড়া সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত চিৎলা জাগরণী চক্রকে ১-০ গোলে হারিয়ে ধলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
মেহেরপুর প্রতিনিধি : গাংনীর সাহারবাটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সাহারবাটি ঐতিহ্যবাহী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সাহারবাটি ক্রীড়া সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উপজেলার চিৎলা জাগরণী চক্র বনাম ধলা ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয়ার্ধের দেয়া একমাত্র গোলের ব্যবধানে ধলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,মেহেরপুর-২(গাংনী)আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গনমানুষের নেতা মকবুল হোসেন।খেলার শুরুতেই এমপি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারবাটি ক্রীড়া সমিতির সভাপতি হাফিজুর রহমান।
এসময় ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে উপস্থিত ছিলেন, গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাহারবাটি গ্রামের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আক্কাছ আলী, মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, ইয়াছিন রেজা ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, প্রমুখ।
খেলায় প্রথমার্ধে গোলশূন্য ড্র হয় পরে দ্বিতীয়ার্ধের ২১ মিনিটের সময় ধলা একাদশের আব্দুল মালেক গোল করে। ১ গোলের ব্যবধানে ধলা বিজয়ী দল হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে । খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন , বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। সহকারী রেফারী ছিলেন , আব্বাস আলী ও টুটুল।খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, সাহারবাটি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আমান সিমেন্টের পরিবেশক মেসার্স বাবলু ট্রেডার্স।
প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের অধিনায়ক ও ম্যানেজারের হাতে ট্রফি ও ম্যাডেল এবং প্রাইজ মানি হিসাবে নগদ টাকা তুলে দেন।ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করে।