বেনাপোলে ৬৮৬ বোতল ফেনসিডিল সহ আটক ১
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারোপোতার একটি হলুদ বাগান থেকে ৬৮৬ পিছ ভারতীয় ফেনসিডিল সহ নুরুদ্দিন (৩৪) নামে একজন মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ৯ টার সময় তাকে ঐ গ্রামের আতি মোড়ল এর হলুদ বাগান থেকে ফেনসিডিল সহ আটক করে।
আটককৃত নুরুদ্দিন বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে।
যশোর র্যাব-৬ এর সিনিয়র এএসপি মো: খোদাদাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন বারোপোতা গ্রামের ঐ হলুদ বাগানে অভিযান চালানোর সময় ফেনসিডিল ব্যবসায়িরা র্যাবের উপস্থিতী বুঝতে পেরে পালিয়ে যায়। এ সময় নুরুদ্দিন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদে সে দেখিয়ে দেয় হলুদ বাগানের ভিতর ফেনসিডিল আছে। তখন সেখান থেকে ২৫ টি প্যাকেট থেকে ৬০০ বোতল আর একটি বড় প্যাকেট থেকে ৮৬ বোতল সহ মোট ৬৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক আসামিকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত/ ২০০৪ ) এর ১৯ (১) টেবিল ৩ (খ) ধারায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।