ধামরাইয়ে ভ্যান চালকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাভার: ঢাকার ধামরাইয়ে কিয়ামুদ্দিন নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
রবিবার বিকালে ঢাকার ধামরাই উপজেলার শোলধন গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কিয়ামুদ্দিন ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের পশ্চিম বাসনা গ্রামের মৃত কয়েদ আলীর ছেলে।
নিহতের স্বজনদের দাবি, নিহত কিয়ামুদ্দিন ভ্যান চালিয়ে শোলধন এলাকায় গেলে একটি সড়কের উপরে থাকা একটি গরুর বাচ্চার উপর দিয়ে ভ্যান উঠিয়ে দেয়। এতে ওই গরুর মালিক ও তার লোকজন কিয়ামুদ্দিনকে মারধর করে। পরবর্তীতে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
তবে অভিযুক্তদের দাবী, ভ্যান চালক কিয়ামুদ্দিন তাদের দাওয়া খেয়ে অ্যাকসিডেন্ট করে দেয়ালেল সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে।
ধামরাই থানার কাওয়ালী পাড়ার ফাড়ির এস আই কামরুল ইসলাম জানায়, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। যেহেতু মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তাই ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে