মুন্সীগঞ্জের টংগিবাড়ী হাসাইলে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন বন্ধের দাবিতে মানব বন্ধন
রুবেল মাদবর মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
হাসাইল বাজারে সকাল ১০টায় ফ্রেন্ডসীপ ইনস্টিটিউট অফ আই টির উদ্যোগে রোহিঙ্গা মুসলমাদের উপর গনহত্যা , শিশু ও নারী নির্যাতন এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া বন্ধের দাবিতে মানব বন্ধন করা হয়েছে।উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা শ্রমিকলীগের সভাপ্রতি ওসমান গনি মেলকার,হাসাইল বানারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবজাল মেলকার,বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র পাল, শিক্ষাক কামরুল হাসান,আবু কালাম আজাদ ,৪নং ওয়ার্ডডের মেম্বার মালেক শেখ,হাসাইল বানারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি -নেকবর মেলকার, মিতারা মসজিদের ইমাম মোঃ ইয়াসিন, ফ্রেন্ডসীপ ইনস্টিটিউট ওফ আই টির সভাপতি- মোঃজাহিদুল ইসলাম,সাধারন সম্পাদক-মোঃ এবাদুল হাসান,যুগ্ন সাধারন সম্পাদক-রিপন বেপারী হাসাইল বানারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সসম্পাদক সহ ফ্রেন্ডসীপ ইনস্টিটিউট অফ আই টির সকল সদস্যবৃন্দ।উক্ত প্রতিবাদে সভায় বক্তরা মায়ানমার সরকার সুচির সমালোচনা এবং রোহিঙ্গা মুসলমানদের উপর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ফ্রেন্ডসীপ ইনস্টিটিউট অফ আই টির সাধারন সম্পাদক এবাদুল হাসান বলেন, রোহিঙ্গাদের উপর যে অত্যাচর করা হয়েছে যা মানব অধিকারকে লঙ্গন করা হয়েছে।তাই আন্তর জাতীক আইনের মাধ্যমে সুচির বিচার দাবি জানায় এবংরোহিঙ্গা মুসলমানদের এই সংকটময় মুহূত্বে তাদের পাশে দাড়ানোর জন্য ফ্রেন্ডসীপ ইনস্টিটিউট অফ আই টির পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।। মায়ানমার সরকার সুচির কাছে রোহিঙ্গা মুসলমানদের দেশে ফিরিয়ে নেওয়া এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানানো হয়।