মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে: জাতিসংঘ
মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে এবং তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্রান্ডি। রোববার দুপুরে কক্সবাজারে ইউএনএইচসিআরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় ফিলিপ গ্র্যান্ডি বলেন, মিয়ানমারে সহিংস ঘটনার পর বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের অনুপ্রবেশে কোনো বাধা দেয়নি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য খাদ্য, চিকিৎসা, আবাসন, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির খুবই প্রয়োজন। এটি বাংলাদেশ সরকারের জন্য একটি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন ফিলিপ গ্র্যান্ডি। এদিকে, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে পুরোদমে কাজ করছে সেনাবাহিনী। সেইসঙ্গে শরণার্থী ক্যাম্প ও এর আশপাশে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায়ও কাজ করছেন তারা। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রতিদিন ১২৯ ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আর প্রতিদিন ত্রাণ সুবিধা পাচ্ছে এক লাখ ২০ হাজার রোহিঙ্গা শরণার্থী। প্রতি ঘণ্টায় শরণার্থীদের মাঝে সরবরাহ করা হচ্ছে দুই হাজার লিটার বিশুদ্ধ পানি। এদিকে উখিয়ার কুতুপালং ২ নম্বর শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের একটি দল শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছেন। এছাড়া কক্সবাজারের উখিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই সহোদর হিন্দু শরণার্থীর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পালংখালী ইউনিয়নের বালুখালী খাল থেকে শরণার্থী রবীন্দ্র পালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।