বেনাপোল কাস্টমসে আমদানি নিষিদ্ধ ওষধ ও সিগারেট জব্দ
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ ও সিগারেট জব্দ করেছে কাস্টমস সদস্যরা।
রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কাস্টমস সদস্যরা ওষুধ ও সিগারেট জব্দ করে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ভারত ফেরত বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রীর ব্যাগে স্কানিং মেশিনে পরীক্ষার সময় ওষুধ ও সিগারেট পাওয়া যায়। এসময় ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই যাত্রী। পরে ব্যাগ থেকে ৮ হাজার ২শ’ শলাকা বিদেশি সিগারেট ও ৪ হাজার ৯শ’২০ পিস আমদানি নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা মালামাল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।