শ্রীপুরে আয়কর ক্যাম্প অনুষ্ঠিত
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
করদাতাগণের দোর গোড়ায় আয়করের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় অনুষ্ঠিত হয়েছে আয়কর ক্যাম্প-২০১৭।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মাওনা চৌরাস্তা বেগম আয়েশা অডিটোরিয়ামে গাজীপুর কর অঞ্চল সার্কেল-৬ এর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
সহকারী কর কমিশনার নাজমুল ইসলামের সভাপতিত্বে আয়কর ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার বেগম সুলতানা আহমেদ। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর-কমিশনার শাহাদাৎ হোসেন শিকদার, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বেগম রেহেনা আকতার, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম, মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি এড. আশরাফুল ইসলাম রতন প্রমুখ।
কর অঞ্চল গাজীপুরের সার্কেল-৬ এর সহকারী কর-কমিশনার নাজমুল ইসলাম জানান, আয়কর সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়া, আয়কর পরিশোধে করদাতাদের উদ্ভুদ্ধ করতে একদিন ব্যাপী এক্যাম্পের আয়োজন করা হয়েছে। আয়কর মেলায় করদাতাগণের কোন ঝামেলা ছাড়াই আয়কর গ্রহন, আয়কর মামলা নিষ্পত্তি, বিনামুল্যে ই-টিন রেজিষ্ট্রেশনসহ আয়কর সংশ্লিষ্ট বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরো জানান, আগামী পহেলা অক্টোবর থেকে গাজীপুরের প্রতিটি উপজেলায় আয়কর অফিস স্থাপন করা হয়ে।