সাভারে বিআরটিএ ভ্রাম্যমান আদালত আর্থিক জরিমানা
আব্দুস সাত্তার, সাভার: সাভারে বিভিন্ন ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ- ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালীন সময়ে ফিটনেস, কাগজপত্রহীন এবং ক্রুটিপূর্ন বিভিন্ন যানবাহনকে আর্থিক জরিমানা করা হয়।
সোমবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি এলাকায় বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সালামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এসময় বিআরটিএ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুস সালাম জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ফিটনেস, কাগজপত্র বিহীন এবং ক্রুটিপূর্ণ যানবাহন চলাচল রোধে তাদের এই অভিযান। এছাড়া এই অভিযান সামনের দিনেও অব্যাহত রাখা হবে বলে জানান নিরবাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালীন সময়ে প্রায় অর্ধশতাধিক যানবাহনকে আর্থিক জরিমানা করা হয়।