তেঁতুলিয়ায় প্রশাসনিক টিমের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্র্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন
এস কে দোয়েল, পঞ্চগড়ঃ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজা উৎসাহ ও উৎবমুখর পরিবেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ মঙ্গলবার শুরু হয়েছে। আরও যেন নির্ভিঘেœ উদযাপন করতে পারেন সে উপলক্ষে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌসের নেতৃত্বে উপজেলার পুজামন্ডপগুলো পরিদর্র্শন করেন বিশেষ পরিদর্শন টিম। টিমের অন্যান্য কর্মকর্তার মধ্যে ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র্র, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুস সবুর, আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ আলী ইউসুফ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা, আনসার-ভিডিপির ইন্সট্রাক্টর শিরীন আক্তার। এসময় তেঁতুলিয়া সদর সার্বজনীন পূজামন্ডপ, হাওয়াজোত, চৌধুরীগছ, জামরীগুড়ী, বড় দলুয়াগছ, ভজনপুর বাজার, ভদ্রেশ্বর সার্বজনীন পূজামন্ডপগুলো পরিদর্শন করা হয়। এবার উপজেলার সাতটি ইউনিয়নে ৮টি মণ্ডবে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূূর্গা পূজা। মঙ্গলবার বিকেল হতেই ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে সৌন্দর্য বর্ধিত করা হয়েছে। মন্ডপের আশেপাশে বসেছে হরেকরকম দোকানপাট। হিন্দু সম্প্রদায় ছাড়াও সম্প্রীতি বন্ধনে অন্যান্য ধর্মাবলম্বীর লোকজনও দর্র্শক হিসেবে যোগ দিচ্ছেন এসব উৎসবে। তেঁতুলিয়া সদর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত সেন বাবলু ও সাধারণ সম্পাদক বিধান কুমার সামন্ত জানান, প্রতিবছরের মতো এবারও আমরা সাধ্যমত আয়োজন করতে পেরেছি। সরকারি অনুদান পেয়ে উপকৃত হয়েছি। তেঁতুলিয়া উপজেলা প্রশাসন সার্বিক দিক থেকে আমাদের এই ধর্মীয় উৎসবটি নিভিঘেœ উদযাপন করতে সহযোগিতা করায় পরম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস বলেন, পূজা উৎসবকে শান্তিপূর্ণভাবে পালনে সহযোগিতা করতে প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। উপজেলার প্রতিটি মণ্ডপে পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা নিয়োজিত রয়েছে। এছাড়াও আইনশৃংখলা বাহিনীর ভ্রাম্যমান টহল দল সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।