আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষে অসহায় রোহিঙ্গাদের মাঝে ৫ হাজার প্যাকেট (৫০ টন) ত্রাণ বিতরণ
টি.আই সানি,গাজীপুর
দেশের ডেভেলপার ও আবাসন খাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অসহায় রোহিঙ্গাদের মাঝে ৫ হাজার প্যাকেট (৫০ টন) ত্রাণ বিতরণ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উখিয়ার বালুখালি-২ অস্থায়ী ক্যাম্প এবং টেকনাফের নয়াপাড়া অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে পর্যাপ্ত পরিমানে চাল, আলু, ডাল, লবন, চিড়া, গুড়, দুধ, চিনি, সয়াবিন তেল, মরিচ ও ওরস্যালাইন বিতরণ করা হয়। আমিন মোহাম্মদ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক গাজী মো. আমানুজ্জামান, সহকারি পরিচালক রইজ উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক মেজর (অব.) রেজাউল করিম সহ একটি দল সারাদিন ধরে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।
এই ত্রাণ কার্যক্রম সমন্বয় করছেন দৈনিক যুগান্তরের সাবেক ডেপুটি এডিটর এবং আমিন মোহাম্মদ গ্রুপের প্রকাশিতব্য দৈনিক সময়ের আলো'র সম্পাদক রফিকুল ইসলাম রতন।