আজ মহানবমী কাল দশমী মা দূগার বিদায়ের সুর বজতে শুরু করেছে
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, আজ মহানবমী। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে বিদায়ের সূর বাজতে শুরু করেছে। পর দিনই বিদায় নেবেন মা দুর্গা।
সনাতন ধর্মাবলম্বীরা পালন করবেন বিজয়া দশমী।। মাত্র এক দিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবীদুর্গা। আর পেছনে ফেলে যাবেন ভক্তদের চার দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার দিনের অশ্রু।আজ নবমী তিথিতে অনুষ্ঠিত হবে মহানবমী কল্পারম্ভ বিহিত ও সন্ধি পূজা। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন।
কাল শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের।