আশুলিয়ায় মা ইলিশ রক্ষায় মৎস ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামুলক আলোচনা সভা
আশুলিয়ায় মা ইলিশ রক্ষায় মৎস ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামুলক আলোচনা সভা
আব্দুস সাত্তার, সাভার: আশুলিয়ায় মা ইলিশ রক্ষা কার্যক্রম-২০১৭ উপলক্ষ্যে মৎস ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামুলক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি মার্কেটে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফারজানা আহম্দে সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান নিপু।এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুন্নাসহ অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা।
সভায় বক্তারা বলেন, পহেলা অক্টেবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ প্রজনণের জন্য নদীতে চলে আসে। এসময় ইলিশ মাছ আহরণ করলে আগামী বছর সংকট দেখা দেবে। তাই এই ২২ দিন কোন আহরণ, পবিরবহন, ক্রয়-বিক্রয়, মজুদ থেকে বিরত থাকার জন্য মাছ ব্যবসায়ীদের অনুরোধ জানান। এছাড়া বিধি নিষেধ না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথাও জানান তারা।