সুনামগঞ্জে অস্ত্রসহ ২ডাকাত গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে অস্ত্রসহ ডাকাত সদস্য মোঃ আলাল উদ্দিন (৩৫) ও মোহাম্মদ আলী (২৮) নামে দু জনকে গ্রেফাতার করেছে র্যাব। গ্রেফতারকৃতদের বাড়ি তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের পুরানখালাশ গ্রামে। র্যাব জানায়,আজ রবিবার সকালে অস্ত্রসহ তালিকা ভুক্ত অন্ত-ডাকাত দলের সক্রিয় সদস্য কে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩,সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চিনাকান্দি মধ্যনগর হতে গোয়ালপুর গামী কাঁচা রাস্তার পার্শ্বে অবস্থিত জনৈক আব্দুল বারিক খানের বাড়ীর পশ্চিম পার্শ্ব হতে ১টি বিদেশী রিভলবারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য,তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন আছে। ধৃত আসামী মোঃ আলাল উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে তাহিরপুর থানার মামলা নং-১৬(১২)১৪ জিআর ২৬০/১৪ ধারা ৪৫৮/৩৮২/৩৯৫/৩৯৭/৪১২ দঃবিঃ, মামলা নং ০৬(৫)১৩ জিআর নং ৮৩/১৩ ধারা ৩৭৯ দঃবিঃ, মামলা নং ১৩(৩)১২ জিআর ৫৩/১২ ধারা আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন এর ৪ এবং মামলা নং ০১(৪)০৯ জিআর ২৫/০৯ ধারা ৩৯৫/৩৯৭ দঃবিঃ বিচারাধীন আছে। আসামী মোহাম্মদ আলী (২৮) এর বিরুদ্ধে তাহিরপুর থানার মামলা নং ০৩(৭)১৫ জিআর ১১৬/১৫ ধারা ৩৭৯ দঃবিঃ এবং মামলা নং ১৬(১২)১৪ জিআর ২৬০/১৪ ধারা ৪৫৮/৩৮২/৩৯৫/৩৯৭/৪১২ দঃবিঃ বিচারাধীন আছে। সুনামগঞ্জ র্যাব লেঃ কমান্ডার উপ-পরিচালক ফয়সাল আহমেদ এঘটনার সত্যতা নিশ্চিত করেন।