চাকরি ও ব্যবসায়ের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের প্রধানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
শনিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তারা জানিয়েছে এই চক্রটি গত ৫ থেকে ৬ বছর ধরে এই প্রতারণার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় রাজধানীর অভিজাত এলাকায় বাড়ি ও অফিস ভাড়া করে চাকরি থেকে অবসরপ্রাপ্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।
চাকরি ও ব্যবসার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৫ সদস্যকে দুপুরে পিবিআইয়ের ঢাকা মেট্রোর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জানায় সংবাদ সম্মেলন থেকে।
গ্রেপ্তার পাঁচ জন হল মো. হারুন অর রশিদ, সনজ সাহা, শামছুল আলম মজুমদার, আমিনুল ইসলাম ও মো. মোকসেদুর রহমান।
এই চক্রটি দ্বারা প্রতারিত ব্যক্তিরা জানিয়েছে, বিভিন্নভাবে তারা প্রতারণার কাজ করে আসছিল, এক ব্যক্তিকে বিদেশি সাজিয়ে তারা এই প্রতারণার ফাঁদ পাতেন।
পিবিআইর অতিরিক্ত ডিআইজি মো. মাইনুল হাসান (পূর্ব) বলেন, আটক আসামিরা প্রথমে জাতীয় দৈনিকে ভুয়া প্রতিষ্ঠানের নামে চাকরির বিজ্ঞাপন দিত। ওই বিজ্ঞাপনে অবসরপ্রাপ্ত ব্যাংকার, আর্মি ও সিভিল অফিসারদের প্রাধান্য দেয়ার কথা আলাদা করে উল্লেখ থাকত। বিজ্ঞাপন দেখে আগ্রহীরা যোগাযোগ করলে সেখান থেকে তারা টার্গেট নির্ধারণ করতেন। এরপর সহযোগীদের মাধ্যমে তাঁদের নিজেদের সাজানো অফিসে নিয়ে যাওয়া হতো।
পিবিআই পুলিশ জানিয়েছে, এই চক্রটি ছাড়াও বেশ কয়েকটি গ্রুপ চাকরির নামে প্রতারণার সঙ্গে জড়িত রয়েছে— তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।