বেনাপোলে তিন লক্ষ টাকার আমদানী নিষিদ্ধ ভারতীয় ঔষুধ জব্দ
শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ভারত থেকে আসা পান কৃষনো পাল (৪৬) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ভারতীয় ঔষুধ জব্দ করা হয়েছে।
সোমবার বেলা ১টা বেনাপোল চেকপোস্ট কাস্টমস কর্মকর্তা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ঔষুধ ইনজেকশন গুলো জব্দ করে।পান কৃষনো পাল মুন্সিগন্জের শ্যামন পালের ছেলে।
কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে ফিরে কাস্টমস পার হওয়ার সময় সন্দেহ জনক ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্য থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয়
ঔষুধ ইনজেকশন পাওয়া যায়। পরে ওই যাত্রীকে ছেড়ে দিয়ে তার মালামাল জব্দ করা হয়। বেনাপোল কাস্টমস কর্মকর্তা মোঃ হুমায়ন কবির বলেন, জব্দ করা ইনজেকশন ও ঔষুধ কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।