লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলায় ৫০ জনের মৃত্যু, আহত ২০০
যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে একটি কনসার্টে গোলাগুলির ঘটনায় বহু ৫০ জন নিহত ও কমপক্ষে ২০০ জন আহত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মান্দালে বে হোটেলের কাছে এই এলোপাথাড়ি হামলায় আরও অন্তত ২০০ জন আহত হয়েছেন।
পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম স্টিভেন প্যাডক তার বয়স ৬৪। তিনি ওই শহরেরই একজন বাসিন্দা।
নিকটবর্তী একটি ক্যাসিনো মান্দালে বে'র ৩২-তলার একটি কামরা থেকে তিনি নিচে মিউজিক ফেস্টিভালের ওপর গুলি বর্ষণ করেন।
পুলিশ জানায়, পরে তারা প্যাডককে গুলি করে হত্যা করেছে।
মার্কিন ইতিহাসে এটাই সবচেয়ে শোচনীয় বন্দুক হামলার ঘটনা।
তার সাথে কোনো জঙ্গী গোষ্ঠীর যোগাযোগ নেই বলেই কর্তৃপক্ষ বিশ্বাস করে।
ওদিকে পুলিশ জানিয়েছে, ওই হামলাকারীর সাথে ছিলেন ম্যারিলু ডেনলি নামে এক নারীর খোঁজ পাওয়া গেছে।
পুলিশ এখন তার সাথে কথা বলার চেষ্টা করছে।
স্থানীয় সময় রোববার মধ্যরাতে ওই ঘটনার পরপরই অনেককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার খবর দেয় সিএনএন।
দ্য ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সবাই গুলিবিদ্ধ— তাদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, গুলির ঘটনায় অন্তত ৫০জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ টুইট করে কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া কথা জানিয়ে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই ঘটনার ভিডিও আসতে শুরু করেছে, যেখানে রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্টের সামনে আতঙ্কিত মানুষের ছুটোছুটি করতে দেখা গেছে, সেই সঙ্গে পাওয়া গেছে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির মত শব্দ।
এদিকে গোলাগুলির খবরে লাস ভেগাসের ম্যাকারান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।