বান্দরবানের খিয়ং ওয়া কিয়াং রাজগুরু বিহারে বৌদ্ধ ধর্মেরলম্বীরা সন্ধ্যা হাজার প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠান।
[চাইথোয়াইমং মারমা রৌদ্র বান্দরবান জেলা প্রতিনিধি] বান্দরবানের খিয়ং ওয়া কিয়াং রাজগুরু বিহারে রোজ শুক্রবার সন্ধ্যা বেলায় মোট চার হাজার প্রদীপ প্রজ্জলন বৌদ্ধ ধর্মের অনুসারী ছোট বড়সহ যুবক যুবতী নরনারী ও দায়ক দায়িকাদের কে হাজার প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের সবার হাতে মোমবাতি প্রদীপ অালোকিত জ্বালানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু এবং ওয়াগ্যাই পোওয়ে বা প্রবারণা পূর্নিমা গৌতম বুদ্ধের বাণীনুযায়ী তিনমাস বর্ষাবাস শেষ হয়েছে।এতে বৌদ্ধ ধর্মের সন্যাসীরা যেমন,ভিক্ষু,শ্রমণ,দায়ক দায়িকা তিনমাস বর্ষাবাস পালন করে থাকে।এই বিহারে বিহারাধ্যক্ষ উগুনাভন্ড ভিক্ষু বলেন,গত বছর ন্যায় এই বছর ও অামাদের বিহারের উদ্যেগে এলাকার স্থানীয় গন্যমান্য, সাধারণ জনগন,রাজনৈতিকমহলবৃন্দ, সকল যুবক যুবতী ও দায়ক দায়িকার সবার সহযোগিতায় মধ্যে দিয়ে অামরা সুন্দর শৃংখলা পরিবেশের হাজার প্রদীপ উদযাপন অনুষ্ঠান করতে পেরেছি।তাই এলাকায় স্থানীয় প্রশাসনরা অাইন শৃংখলা বাহিনীরা নিরাপত্তা রক্ষার সতকর্তা যথেষ্ট নজর জোরদার তৎপরতা ছিল।তাই প্রশাসনকে সহযোগিতার জন্য অান্তরিক অভিনন্দন জানাই।এতে প্রধান ধর্মের দেশনাকারক মহাথেরো উপঞোঞা জোত থেরো উচহলা উপস্থিত ছিলেন।সেখানে গৌতম বুদ্ধেরর বাণীসহ জাতক,ধর্মীয় দেন বুদ্ধের প্রাণ দায়ক দায়িকাদের প্রতি শীল পালন,বিভিন্ন গৌতম বুদ্ধেরর বাণী বাক্য ব্যাখা,বিশ্লেষণ,দেশের পরিস্থিতি সহ তুলে ধরেন ও জগতের সকল প্রাণী হোক,দেশ সমাজ জাতির প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করুক প্রধান গুরু সবার সামনের দেশনার দেন এবং ব্যাখা করেন।বুদ্ধের বাণী অহিংসা পরম ধর্ম।প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধি মোম বাতির মত অালোকিত হোক সবার অাশা ও প্রত্যাশায় কামনা করছি।সে হাজার প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের শত হাজার লোক ধর্মের প্রাণদের অংশগ্রহনের বিভিন্ন পর্যটকও স্থানীয় সহ সমাগম দেখা যায়।গৌতম বুদ্ধেরর অাড়াই হাজার বছর অাগে ও এই হাজার প্রদীপ বুদ্ধেরর ধর্মের পালনকারী অনুসারী পালন করে অাসছে।যা গৌতম বুদ্ধেরর ত্রিপিটক এর স্পস্ট লেখা দেশী বিদেশী বুদ্ধিস্ট দেশের পালন করতে দেখা যায়।যেমন,মায়ানমার,চীন,ভুটান,
ঘরে ঘরে শান্তি ফিরে অাসুক।