পুঠিয়ায় জিহাদী বইসহ ৫ জঙ্গি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় জিহাদী বইসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়া ও বিল কাজীরপাড়া এলাকায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। বিকেলে তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুবুল আলম জানান, সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভড়ুয়াপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আনিছুর রহমান (৩২) ও মৃত নজরুল ইসলামের ছেলে শহীদুল ইসলামকে (৩১) নিষিদ্ধ ১০টি জিহাদী বই গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যে কাজীর পাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত ফুলবাস মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লাকে (৪২) মৃত আমজাদ আলীর ছেলে বাবর মুন্সিকে (৪৫), মোহাম্মদ কাফীর ছেলে শাহীনকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১৪টি জিহাদী বই। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে জানান র্যাব-৫ এর অধিনায়ক।