ঝিনাইদহ মহেশপুরে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
০৭.১০.২০১৭ ইং শনিবার ঝিনাইদহের মহেশপুরে প্রথমবারের মতো ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ১৭ অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহেশপুর এডুকেশন ট্রাস্ট এর সহযোগিতায়
Important : Talent or Hard Work? There is Too Much Inequality In The World, Rich People should do more to help por peopleÕ বিষয়বস্তু নিয়ে উপজেলা অডিটরিয়ামে এ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বির্তক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসলিমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ও উপজেলা কৃষি অফিসার আবু তালহা। সময় নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা।
বির্তক প্রতিযোগিতায় মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর গালস্ হাইস্কুল ও খালিশপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিজয়ী হয় মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয় ও মহেশপুর গালস্ হাইস্কুল।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও ইংরেজী বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্যোক্তা জানান, মহেশপুরে এটাই প্রথম কোন ইংরেজি বির্তক।
তিনি বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষ ও কথা বলায় পারদর্শী করে গড়ে তোলা।
তিনি আরো জানান, পর্যায় ক্রমে মহেশপুরের তৃণমূল স্কুল/কলেজ পর্যায়ে এভাবে ইংরেজি বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হবে।