সাংবাদিকদের নীতি-নৈতিকতার উর্ধ্বে উঠে কাজ করতে হবে- সিমিন হোসেন রিমি এমপি
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে ৩ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শনিবার শেষ হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি।
গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালনা বোর্ডের সদস্য ও দৈনিক বর্তমান পত্রিকার উপদেষ্টা সম্পাদক স্বপন সাহা। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস’র সিনিয়র সাংবাদিক আতাউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ্, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, কাপাসিয়া ইউনিটের সভাপতি নূরুল আমীন সিকদার প্রমূখ । কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে। প্রশিক্ষণে বিভিন্ন পত্রিকায় কর্মরত ৩৮ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সবাইকে নীতি-নৈতিকতার উর্ধ্বে উঠে কাজ করতে হবে। সত্য ও ন্যয় প্রতিষ্ঠায় সাংবাদিকদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদ দলের সকল সভায় দূর্নীতি প্রতিরোধ ও সততার কথা বলেছেন। সাংবাদিকতার বড় ভিত্তি হলো পক্ষপাতহীন অবস্থান। মনস্তাত্তিক প্রতিটি বিষয়ের উপর গুরুত্ব দিলে সমাজের বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে। সংবাদপত্রে ছাপা প্রতিটি সংবাদ পাঠক সত্য বলে ধরে নেয়। কোন ঘটনা ঘটলে বিভ্রান্তি না ছড়িয়ে সত্য ও তথ্য নির্ভর হয়ে সঠিক বিষয়বস্তু সংবাদপত্রে উপস্থাপন করা। রবীন্দ্র নাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন, যে আদর্শ অন্য আদর্শের প্রতি বিদ্বেষ ছড়ায়, তা কোন আদর্শ হতে পারে না। রাজনীতিতে প্রতিপক্ষ হওয়ার পরও তাজউদ্দীন আহমদের প্রস্তাবে হান্নান শাহ্’র পিতা মরহুম ফকির আব্দুল আব্দুল মান্নান সাহেবকে কাপাসিয়া এসোসিয়েশনের সভাপতি করা হয়েছিল। সমাজে ভাল মানুষের জন্য কথা বলার কেউ নেই। দুষ্ট মানুষরা টিকে থাকার জন্য সংঘবদ্ধ থাকে। মানুষের মত তৈরী করার দায়িত্ব সাংবাদিকদের। বিভ্রান্তি ও বিবেধ সৃষ্টি না করে সমাজ বিবর্তনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। প্রবাসী পরিবারের সদস্যদের পারিবারিক কাউন্সিলিং করতে হবে। পরশ্রীকাতরতা আমাদের সামাজিক ভাবে পিছিয়ে দিয়েছে। মৃত্যুর পর যেন ভাল কাজের জন্য মানুষ স্মরণ করে। তাতে উত্তরাধিকারীরা খুশি হবে। অতিতকে বাদ দিয়ে এই মুহুর্ত থেকে আগামী দিনের জন্য কাজ করতে হবে। গত দিনের কথা ভূলে যেতে হবে। কেউ চিরস্থায়ী না। অবকাঠামোর চেয়ে মানুষের মানবিকতার প্রসার ঘটিয়ে মানসিক উন্নয়ন করতে হবে। দীর্ঘ বক্তব্যে প্রধান অতিথি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি তুলে ধরেন।