রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে ভারত সীমান্তে কড়া নজরদারি
মিয়ানমারের সেনা অভিযান থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত।
দেশটির সীমান্তের ১৪০টি পয়েন্টে বাড়তি নিরাপত্তা সদস্য মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে নজরদারির বিভিন্ন যন্ত্রপাতি।
ভারতের প্রতিবেশী দেশগুলোর সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ২ অক্টোবর থেকে চার দিনব্যাপী দ্বিবার্ষিক আলোচনা শেষে শুক্রবার ভারতীয় গণমাধ্যমকে এ কথা জানান বিএসএফের কর্মকর্তারা।
বিএসএফ জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ১৪০টি পয়েন্ট অরক্ষিত অবস্থায় আছে।
এসব পয়েন্ট ব্যবহার করে রোহিঙ্গারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে।
তাই, বাড়তি জনবল ও নজরদারির সামগ্রী মোতায়েন করে এসব পয়েন্টের নিরাপত্তা শক্তিশালী করা হয়েছে।
বর্ডার হায় বাংলাদেশ -বিজিবি জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফকে নিশ্চিত করা হয়েছে যে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না।