আবারো রোহিঙ্গার ঢল নামতে পারে, আশঙ্কা জাতিসংঘের
রাখাইন থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ এখনো অব্যাহত রয়েছে্— এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো বিপুল সংখ্যক রোহিঙ্গার ঢল নামতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
বিশ্বসংস্থাটির মানবিক-বিষয়ক সমন্বয় দপ্তর ওসিএইচএ-এর আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বাংলাদেশ সফর শেষে জেনেভা ফিরে এ আশঙ্কার কথা জানান।
এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর মুখপাত্র জোয়েল মিলম্যান জানান, রাখাইন থেকে প্রতিদিন গড়ে দুই হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।
এদিকে, রাখাইনে রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ এখনো অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক মহলের চাপের মুখেও রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ হচ্ছে না। ফলে তাদের বাংলাদেশে আসা থেমে নেই। খাদ্য সঙ্কটের পাশাপাশি নিরাপত্তাহীনতা, জীবিকার অভাবসহ বিভিন্ন কারণে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসতে বাধ্য হচ্ছে।
মিয়ানমারের সরকারি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, আরো বহু সংখ্যক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এ পরিস্থিতিতে মিয়ানমার থেকে আবারো বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
বাংলাদেশ সফর শেষে জেনেভায় ফিরে জাতিসংঘের মানবিক ত্রাণ দপ্তরের প্রধান মার্ক লোকক এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, সহিংসতার পরও মিয়ানমারের রাখাইনে হাজার হাজার রোহিঙ্গা এখনো রয়ে গেছে। জাতিসংঘের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি আগামী কয়েকদিনের মধ্যে মিয়ানমার যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, মিয়ানমারে রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবারও রোহিঙ্গাদের কয়েকটি ঘরে আগুন দেয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কারণ সেসময় বাড়িগুলো জনশূন্য ছিলো।
সরকারের জারি করা কারফিউর মধ্যেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।