টসকাণ্ড আর মুশফিকের ব্যবহারে বিস্মিত বিসিবি
টস জিতে ফিল্ডিং। তারপর সংবাদ সম্মেলনে কোচকে নিয়ে মন্তব্য। মুশফিকুর রহিমের এমন সিদ্ধান্ত আর কথাবার্তায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন কর্মকর্তা।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকরাম বললেন, ‘কোচের সঙ্গে তার সমস্যা আছে কিনা আমরা জানি না। ওতো (মুশফিক) আমাদের এ বিষয়ে কিছু বলেনি। এমন কিছু হলে ওর তো উচিত আমাদের সঙ্গে আলোচনা করা। অফিসিয়ালি ও আমাদের কিছুই বলেনি।’
সিরিজ শেষ হলে মুশফিকের সঙ্গে এসব বিষয়ে বোর্ড কথা বলবে, ‘আসলে একটি সিরিজ চলাকালে এ ধরণের কথা বলা ঠিক না। এখন মুশফিকের নেতৃত্ব থাকবে কিনা সেটি নিয়ে কথা বলার সময় নয়। এতে করে ওর উপর তো প্রভাব পড়বেই দলের উপরও প্রভাব পড়বে। আমি মনে করি এ নিয়ে সিরিজ শেষে কথা বলা উচিত।’
মুশফিকের অধিনায়কত্ব নিয়ে আকরাম ছাড়া আরেক সাবেক অধিনায়কের বক্তব্য, ‘মাশরাফী ও তো নেতৃত্ব (ওয়ানডেতে) দিচ্ছে। ও তো কখনও দল খারাপ করলে অজুহাত দেখায় না। মাঠে খারাপ কিছু হলে তার দায় অধিনায়ককেই নিতে হবে। কারণ ব্যাখ্যা করতে হবে। দলের ভেতরের কথা মিডিয়ায় প্রকাশ করাও নিশ্চয়ই পেশাদারি মনোভাব নয়।’
সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে মুশফিক বলেন, ‘কোচরা চেয়েছেন আমি যেন বাইরে বাইরে ফিল্ডিং করি। কারণ সামনে থাকলে আমার কাছ থেকে নাকি রান হয়ে যায়। আমার হাতে ক্যাচট্যাচ আসলে নাকি ধরার সুযোগ থাকে না। টিম ম্যানেজমেন্ট যেটা আপনাকে বলবে সেটা তো আপনার করতে হবে।’
ফিল্ডিং নেয়ার বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিমানবন্দরে বসে বলেন, ‘এ ধরনের পিচে ব্যাটিং না নেওয়ার যুক্তিই হতে পারে না। এটা একমাত্র মুশফিকই ভালো বলতে পারবে। খেলার মাঝে কিছু বললে সে নার্ভাস হয়ে যাবে। ওকে তাই কিছু বলিনি। তবে কথা হয়েছে ওর সঙ্গে। ভেবেছিলাম দ্বিতীয় টেস্টে টস জিতলে ব্যাটিং নেবে। গতকাল সে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সত্যি অবাক হওয়ার মতো।’