মানুষ মানুষের জন্য।
এম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : গত সপ্তাহে টেকনাফের কুতুংপালে রোহিঙ্গা শরনার্থীদের একটু দেখার উদ্যেশে যাই। হঠাৎ কুতুংপালের একটি স্থানে বেশকিছু মহিলা ও শিশুদের জড়ো হতে দেখে আমিও আমার গাড়ী চালককে দাডাতে বলি। গাড়ী থেকে নেমে দেখতে পেলাম একজন ভদ্রলোক এক থেকে দেড়শ লোকের সামনে দাঁড়িয়ে একে একে প্রত্যেককে একটি করে প্যাকেট বিতরন করছে। মহিলা ও শিশুরা কোন প্রকার হৈচে ছাড়াই প্রত্যেকে একটি করে প্যাকেট নিয়ে চলে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কে দিচ্ছে, তখন আমিও দাঁড়ালাম, একটু ভাবলাম ভদ্রলোক কোন শিল্পপতি হবে হয়তো। আমার একটু আগ্রহ হল ওনার সাথে আমি একটু কথা বলবো। প্রায় এক ঘন্টা দাঁড়ানোর পর ওনার সাথে কথ্ বলার সুযোগ পেলাম। আমি আমার পরিচয় প্রদান করে জানতে চাইলাম ওনার পরিচয়। ওনি তখন হাঁসিমুখে জানালেন ওনার পরিচিতি। জানতে পারলাম ওনি ফেনী জেলা ট্রাফিক এডমিন ও আইজিপি বেইস প্রাত্ত মীর গোলাম ফারুক। ওনার নিকট জানতে চাইলাম আপনি পুলিশ প্রশাসনের কর্মরত থাকা সত্বেও আপনি ওদের পাশে দাঁড়িয়েছেন, ওনি জালালেন আমিও মানুষ। ওদের কষ্ট লাগবে যদি একটু পাশে দাঁড়াতে পারি।
রোহিঙ্গা শরনার্থীদের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ বিতরন করছেন ফেনী জেলা ট্রাফিক এডমিন মীর গোলাম ফারুক।