‘জাজকে সত্য ও ন্যায়ের পথে আসতে হবে’
‘অনেকেই অন্যায় সহ্য করেও নাম উচ্চারণ করে না। আমি বলছি প্রযোজনা প্রতিষ্ঠান জাজকে সত্য ও ন্যায়ের পথে আসতে হবে। এর বিকল্প নেই।’-দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজকে নিয়ে এভাবেই সরাসির কথা বললেন ‘লাঠিয়াল’ খ্যাত চিত্রনায়ক ফারুক।
রোববার দুপুরে রাজধানীর অভিজাত একটি হোটেলে চলচ্চিত্র পরিবার ও প্রদর্শক সমিতির এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। যেখানে গত জুন মাসে প্রদর্শক সমিতির সভাপতির ইফতেখার জামিলের উপর হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান চলচ্চিত্র পরিবারের নেতারা। আর এই অনুষ্ঠানেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজকে সংকট অবস্থা তৈরি করার নাটের গুরু বলে অভিহিত করেন ফারুক।
অনুষ্ঠানে নায়ক ফারুক বলেন, আমাকে অনেকে গুন্ডা বলে। আমি তেমনটি নই। খুন করতে দুই মিনিটই যথেষ্ট। কিন্তু ভালোবাসার নেশা এক জনমের। তা অনেকেই অন্যায় সহ্য করেও নাম উচ্চারণ করে না। আমি বলছি প্রযোজনা প্রতিষ্ঠান জাজকে সত্য ও ন্যায়ের পথে আসতে হবে। এর বিকল্প নেই।’-দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজকে নিয়ে এভাবেই সরাসির কথা বললেন ‘লাঠিয়াল’ খ্যাত চিত্রনায়ক ফারুক।
রোববার দুপুরে রাজধানীর অভিজাত একটি হোটেলে চলচ্চিত্র পরিবার ও প্রদর্শক সমিতির এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। যেখানে গত জুন মাসে প্রদর্শক সমিতির সভাপতির ইফতেখার জামিলের উপর হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান চলচ্চিত্র পরিবারের নেতারা। আর এই অনুষ্ঠানেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজকে সংকট অবস্থা তৈরি করার নাটের গুরু বলে অভিহিত করেন ফারুক।
অনুষ্ঠানে নায়ক ফারুক বলেন, আমাকে অনেকে গুন্ডা বলে। আমি তেমনটি নই। খুন করতে দুই মিনিটই যথেষ্ট। কিন্তু ভালোবাসার নেশা এক জনমের। তা ফুরায়না।
তিনি জাজ মাল্টিমিডিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, জাজ মাল্টিমিডিয়া গোষ্ঠী যদি ভেবে থাকে ভালোবাসার মানুষেরা সংগ্রামী হতে পারবে না তবে তারা ভুল করছে। আমরা যেমন ভালোবাসার তেমনি সংগ্রামেরও। কেউ অন্যায় করে পার পেয়ে যাবেন ভাবলে ভুল করবেন। তাদের সত্য ও ন্যায়ের পথে চলতে বলছি। এর বিকল্প নেই।