চট্টগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছে যান চলাচল ও পথচারীরা
এম. রফিকুল ইসলাম(চট্টগ্রাম) : চট্টগ্রাম নগরীর খুলশী থানার নাসিরাবাদ গার্লস স্কুলের পিছনে তুলাতলি বাজার সংলগ্ন রেললাইনের উপর দিয়ে অবাধে পারাপার হচ্ছে যান ও পথচারীরা। দুর্ঘটনাও ঘটছে অহরহ। কিন্তু রেললাইনের উপর দিয়ে যান চলাচল করার সিস্টেম না থাকায় নেই কোনো সিগন্যাল।
ঘড়ির কাটায় সকাল ১০টা। সরেজমিনে সোমবার চট্টগ্রাম নগরীর খুলশী থানার নাসিরাবাদ গার্লস স্কুলের পিছনে তুলাতলি বাজার সংলগ্ন রেললাইনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম স্টেশন থেকে দোহাজারী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন এই অবৈধ ক্রসিং অতিক্রিম করে। রেললাইনের উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকার পরও এই অবৈধ ক্রসিংয়ে ট্রেন যাওয়ার সময় কোনো ধরনের সিগন্যাল দেওয়া হয় না। এর ফলে প্রায় ঘটে ট্রেন দুর্ঘটনা।
আরেক পথচারী বলেন, এভাবে রেললাইন পারাপারে ও যান চলাচল অনেক ঝুঁকি রয়েছে। রেললাইনের পাশে প্রচন্ড শব্দ থাকায় ট্রেন আসলেও বোঝা যায় না। রেললাইনের পাশে অবৈধ ক্রসিংয়ের বিষয়ে খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই অবৈধ রেল ক্রসিং দিয়ে পারাপার ও যান চলাচলের সময় প্রায় দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, লাইনের ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ অবৈধ।
এলাকাবাসী অতিসত্বর এ ব্যাপারে বিহীত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।