ফেনীতে র্যাবের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২
এম. রফিকুল ইসলাম(চট্টগ্রাম) : র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপযোগে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন রামপুর এলাকার ফেনী র্যাব ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এ সময় ঢাকা হতে চট্টগ্রামগামী ১টি পিকআপ এর গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি থামিয়ে ২ জন ব্যক্তি বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ শাহাদাত হোসেন (২৯), মোঃ মনির হোসেন (২৪) আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে পিকআপটি (ফেনী-ন-১১-০৫৫৮) তল্লাাশী করে পিকআপের ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার সদর থানায় হস্তান্তুরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানায়, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃ পতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে ফেন্সিডিল ও মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে।