টঙ্গী ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিকদের স্বরর্ণাপন্ন
মো.রবিউল ইসলাম (টঙ্গী প্রতিনিধি)
টঙ্গীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযুক্ত ডাক্তার দেলোয়ার হোসেন অবশেষে সাংবাদিকদের ম্যানেজ করতে টঙ্গী প্রেসক্লাবের স্মরণাপন্ন হলেন। সোমবার বেলা ৪টায় ডাক্তার দেলোয়ার টঙ্গী প্রেসক্লাবে কিছু সাংবাদিকের সাথে এক রুদ্ধদার বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে ডাক্তার দেলোয়ার জানান, শিশুর মৃত্যুর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে চার মাস বয়সী কন্যা হুনাইফাকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ডাক্তার দেলোয়ার হোসেনের চেম্বারে নিয়ে আসলে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর সিপ্রোসিন-২৫০ সিরাপসহ কয়েক প্রকার ওষুধ লিখেন। রোগীর অভিভাবকরা ডাক্তারের দেওয়া ওষুধ খাওয়ানোর পর শিশুর বমিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। এক পর্যায়ে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদটি ডাক্তারকে জানালে ডাক্তার রোগীর অভিভাবকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও তার লেলিয়ে দেওয়া বাহিনি তাদেরকে হুমকি দিয়ে থাকেন বলে জানান নিহত শিশুর পিতা হাবিবুর রহমান। খবর পেয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য গেলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ডাক্তার দেলোয়ার হোসেন আজ সোমবার বিকেলে কতিপয় সাংবাদিকদের মোটা অংকের উৎকোচের বিনিময় মেনেজ করেন বলে জানা গেছে।