রাজশাহীতে ট্রেনের ধাক্কা ও ট্রাক চাপায় নারীসহ ২ জন নিহত
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ও ট্রাক চাপায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ভদ্র্রা ও ভোরে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুইটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভদ্রা এলাকার কামাল হোসেনের স্ত্রী গবী বেগম (৪৫) ও ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার রামচন্দ্রপুর এলাকার রেজাউলের ছেলে আক্তার হোসনে (৩৭)। এদের মধ্যে আক্তার হোসে ট্রাক চালক।
পশ্চিম অঞ্চল রেলওয়ে পুলিশের রাজশাহী থানার ওসি আকবর হোসেন জানান, গবী বেগম রেললাইনের উপর বসে ছিলেন। এসময় ঈরশ্বদী থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি আত্মাহত্যা করেছেন না অসাবধানতা বসত ধাক্কা খেয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি আকবর হোসেন।
অপরদিকে, হাইওয়ে পুলিশের শিবপুর ফাঁড়ির ইনর্চাজ হাববিুর রহমান জানায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়ায় নষ্ট হওয়া একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। চালক ট্রাকের নিচে বসে থেকে যন্ত্রাংশ পরীক্ষা করছিলেন। এসময় পেছন থেকে একটি পিকআপ ট্রাকটিকে ধাক্কা দিলে নিজের ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে চালক আক্তার হোসন ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও তিনজন আহত হন। তাদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।