পতেঙ্গায় টমটমের ভাড়ার জমা টাকা কে কেন্দ্র করে হামলায় আহত-১
নগরীর পতেঙ্গা থানার সন্নিকটে খালপাড় মোড়ে টমটমের ভাড়া মাসিক লাইনের জমা টাকা দিতে একদিন দেরী হওয়ায় টমটমের মালিক মোঃ মতিন কে লাইনম্যান মোঃ মন্জু সহ আরো কয়েকজন মিলে বেদম প্রহার গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার পতেঙ্গা মডেল থানার লিথিত অভিযোগ নং১৬৫৩/১৭ মূলে জানা যায় যে,টমটমের মালিক মোঃ মতিন মাসের লাইন ফি ৪০০টাকা পাওনা দিতে গেলে লাইনম্যান মোঃ মন্জু সহ আরো কয়েকজন টাউট যুবক গালমন্দ করেন। কারণ জিজ্ঞেস করাতেই লাইনম্যান ও তারদল লোহার রড,কাটের বাটাম দিয়ে আগাত করলে মতিন রাস্তায় পড়ে যান । এক পর্যায়ে অন্যান্য চালক-সহকারী এবং পথচারীরা এগিয়ে আসলে মন্জু দলবল নিয়ে পারিয়ে যাই। আহত মতিন কে মেডিকেলে চিকিৎসার জন্য তার ভাই লতিফ রানা দ্রুত ভর্তি করান এবং রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তদের এবং আহত মতিন কে বিষয়টি মিমাংসার জণ্য থানায় ডাকা হলেও বিবাদী মন্জুরদল না আসায় এর কোন সুরহা হয়নি বলে গতকাল রাত্র(সোমবার) ডিউটি অফিসার সংবাদ মাধ্যম কে জানান। তবে আহতের ভাই রানা জানান,সুষ্ট বিচার না পেলে এই অবৈধ টমটমের লাইন বন্ধের জন্য উচ্চ আদালতে মামলা করবেন বলে জানা গেছে।
এই নিয়ে ঐ এলাকায় তিনতিনবার সংঘর্ষ বাধে বলে এলাকার স্থানীয় দোকানীরা জানিয়েছেন।