বেনাপোল সীমান্ত থেকে ১৫০ বোতল ফেন্সিডিল সহ বিজিবি’র হাতে ২ গ্রাম বাসী আটক
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।।মঙ্গবার ভোর ৫ টার দিকে ২১ ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি’র)দৌলতপুর ক্যাম্পের একটি টহল দল দৌলতপুর বটতলার পাস থেকে ১৫০ বোতল ফেন্সিডিল সহ দুই জন গ্রামবাসীকে আটক করে।
আটক কৃতরা হলেন,দৌলতপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে ওবায়দুল-উবা(২৩)ও আয়ুব হোসেনের ছেলে রাজু(৩০)এদের দুজনের বাড়ী দৌলতপুর গ্রামের উত্তর ও দক্ষিন পাড়ায় বিজিবি’র দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার মজ্ঞুর রহমান জানান,১৫০ বোতল ফেন্সিডিল সাথে দ্রত উবা এবং রাজু বেনাপোলের দিকে যাচ্ছিল,এসময় আমি এবং আমার সাথে থাকা ৫/৬ জনের একটি টহল দল এই পথে টহল দেওয়ার সময় তাদেরকে হাতেনাতে ধরে ফেলি,এই দুই ব্যাক্তির বিরুদ্ধে আগে কখনও এ ধরনের মাদক বহনের মামলা রুজু আছে কিনা জানতে চাইলে তিনি জানেননা বলে জানান।
এদিকে উবা এবং রাজুর পরিবারের লোক জন জানিয়েছেন,তাদের কাছে কোন ধরনের ফেন্সিডিল কিংবা মাদক-দ্রব্য-ছিলো না,শত্রুতা মুলক কেউ তাদেরকে ধরিয়ে দিয়েছে,আমরা তাদের নিঃস্বর্ত মুক্তি চাই।
আটকের ঘটনা নিয়ে বিজিবি’র সাথে গ্রাম বাসীর ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলে গ্রাম বাসী জানিয়েছেন। বিষযটি সরেজমিনে দেখতে এবং ঘটনা সম্পর্কে জানতে পুটখালি ইউনিয়ন এর চেয়ার ম্যান মাস্টার হাদিউজ্জামান এবং দৌলতপুর গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য আলহাজ্ব আতিয়ার মোল্লা দৌলতপুর ক্যাম্পের বিজিবি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।আটক দুই জনকে ফেন্সিডিল সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে দৌলতপুর ক্যাম্পের সুবেদার মঞ্জুর রহমান জানিয়েছেন।